বদরউদ্দিন কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মিরর ডেস্ক


জুন ১৩, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন



বদরউদ্দিন কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর নয়াসড়ক ব্লক ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

শনিবার (১২ জুন) বাদ জোহর নগরের নয়াসড়ক জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মানিকপীর টিলায় অসহায়দের মধ্যে শিরনী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিসিকের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, ২৬ নম্বর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, নয়াসড়ক ব্লক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আবি আহমেদ, জামিল হুসেন, ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমেদ, সহসভাপতি ফাহিম আহমেদ, ছাত্রলীগ নেতা অহি, রিপন মল্লিক প্রমুখ।

বিএ-১৩