সিসিকের সঙ্গে সমঝোতায় কাজ করবে শাবিপ্রবি

শাবি প্রতিনিধি


জুন ১০, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন



সিসিকের সঙ্গে সমঝোতায় কাজ করবে শাবিপ্রবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সঙ্গে সমঝোতা করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বুধবার (৯ জুন) বিকেলে প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা করে করা হবে। সিসিকের সঙ্গে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর করব। 

তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে সিলেট ও শাবিপ্রবির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এমওআই চুক্তিতে স্বাক্ষর করব।


এইচএন/আরআর-০৮