সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৯, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হওয়ার আট দিনের মাথায় চলে গেলেন তার স্ত্রী প্রতিমা ঘোষ। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর ৫ টার দিকে কলকাতায় নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে কবি শঙ্খ ঘোষের। একইসঙ্গে আক্রান্ত হন তার স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের।
পরিবার সূত্রে জানা যায়, কবি শঙ্খ ঘোষের মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমা ঘোষের। তার শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানে।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। লিখেছেন একাধিক বই।
আরসি-০৮