শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযানে জব্দ করা অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি মেশিন পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের রাজপাড়া, বাদেআলীসা ও পাত্রিকুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি মেশিন জব্দ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপিস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অবৈধ বালু উত্তোলনকারী কাউকে আটক করতে পারেননি তারা।
এ সময় মেশিনগুলোর মালিকানা কেউ দাবি না করায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দকৃত মেশিনগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। তাদের সর্বোচ্চ শাস্তি দিতে দৃঢ় সংকল্পবদ্ধ জেলা প্রশাসন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন ও র্যাব ৯ এর একটি দল।
জিকে/আরআর-০১