সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর। তার স্ত্রী সুরাইয়া হানমও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুজনের কভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।
খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা।
উমর দম্পতির ছবি পোস্ট করে একই তথ্য জানানো হয়েছে মুক্তি কাউন্সিলের ফেইসবুক পেজে।
দুপুরে সংক্ষিপ্ত এক বার্তায় বলা হয়, কমরেড বদরুদ্দীন উমর ও সুরাইয়া হানমের কভিড-১৯ টেস্ট রেজাল্ট আজ (৮ এপ্রিল ২০২১) এসেছে। দুজনেরই কভিড-১৯ পজিটিভ।
এরপর জানানো হয়, বাড়িতেই বদরুদ্দীন উমর ও সুরাইয়া হানমের চিকিৎসা শুরু হয়েছে।
তবে বয়স বিবেচনায় দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার চেষ্টা চলছে।
বিএ-০৪