বিশালাকৃতির পাপেট উন্মোচিত হবে টোকিও অলিম্পিকে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২১
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০১:২০ পূর্বাহ্ন



বিশালাকৃতির পাপেট উন্মোচিত হবে টোকিও অলিম্পিকে

 

জাপানে করোনার চতুর্থ ঢেউয়ের সাথে সংক্রমণের হারও বেড়ে চলছে। তবে অলিম্পিক আয়োজক কমিটি যথাসময়ে গেমস শুরু করতে প্রস্তুত। বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই ক্রীড়া আসরে ১০ মিটার উঁচু দৈত্যাকৃতির একটি পাপেট উন্মোচন করবে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি।

জানা গেছে, ইতিমধ্যে জাপানের টচিগি শহরে এসে পৌঁছেছে অলিম্পিকের মশাল। পাপেটের নাম  'মক্কো।' ২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া জাপানের তিনটি অঞ্চলে এই পাপেট প্রদক্ষিণ করবে। এই সফরটি নিপ্পন উৎসবের অন্যতম প্রধান অনুষ্ঠান। যা টোকিও অলিম্পিকের একটি অফিসিয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত। 

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জুলাই উদ্বোধন হবে 'গ্রেটেস্ট শো অন আর্থ।'

এএন/০৫