তাহিরপুর প্রতিনিধি
                        মার্চ ২৪, ২০২১
                        
                        ০৭:৪৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ২৪, ২০২১
                        
                        ০৭:৪৭ অপরাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের শাহিদাবাদ এলাকায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ও তাহিরপুর থানা পুলিশের কাছে নিহত শ্রমিকের মরদেহ হস্থান্তর করা হয়।
পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহত শ্রমিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত সোমবার(২২ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় জাদুকাটা নদীতে বাংলাদেশি এক শ্রমিকের লাশ পড়ে থাকার খবর পায় স্থানীয়রা। ওই শ্রমিকের নাম সাইদুর রহমান (২৫)। তিনি বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফের টিলাগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাজিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
এএইচ/আরসি-০৬