কুলাউড়ায় শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন



কুলাউড়ায় শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময়

মৌলভীবাজারের কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে মতবিনিময় সভা আজ শনিবার (২০ মার্চ) দুপুরে বিদ্যালয়ের  শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরা দে'র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনামুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ মন্ত্রলাণয়ের সাবেক সচিব মো. জালাল উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি সৈয়দ মোশতাক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আক্তার মণি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভূমি জটিলতার কারণে ২০০৪ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত (শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা) হয়নি। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০। প্রায় চার মাস ধরে শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে।

এ পরিস্থিতিতে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় করা হয়। এছাড়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাবেক সচিব আব্দুর রউফকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

 

জেএইচ/আরআর-১৮