জামালগঞ্জ প্রতিনিধি
                        মার্চ ২০, ২০২১
                        
                        ০৩:০৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ২০, ২০২১
                        
                        ০৩:০৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে জামালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বেলা ৩টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসিত রায় চৌধুরী। সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভুর সঞ্চালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য দ্বীজেন্দ্র লাল দাস, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বণিক, পূজা উদযাপন পরিষদের সদস্য সৈকত ঘোষ চৌধুরী ও মিটন পাল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, সহ-সভাপতি জয়বেন্দ্র পাল, অর্থ সম্পাদক নান্টু বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক মানিক বণিক, সদস্য উজ্জ্বল কান্তি দে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিহির সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সভাপতি চন্দন কুমার রায়, ভীমখালী ইউনিয়নের সভাপতি গৌতম রায় ও সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু দত্ত, সাচনা বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক বিমল দাস, মীরা রানী সূত্রধর প্রমুখ।
বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যারা শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়েছে তারা স্বাধীনতার শত্রু। অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িকতার ছোবলে ধ্বংস করতে চায় তারা। ধর্মান্ধ এই গোষ্ঠী হিন্দু-মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন দেশ আজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিআর/আরআর-০৮