ধর্মপাশা প্রতিনিধি
                        মার্চ ১৫, ২০২১
                        
                        ০১:০১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ১৫, ২০২১
                        
                        ০১:০১ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামে আজ রবিবার (১৪ মার্চ) দুপুরে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে হাকিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দয়ালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে হাকিয়া আক্তার রবিবার বেলা ২টার দিকে নিজ বাড়ির উঠানে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে তলিয়ে যায়। খোঁজাখুজি করে শিশুটির মা লুছা বেগম বিকেল পৌনে ৩টার দিকে ওই ডোবা থেকে মৃত অবস্থায় হাকিয়াকে উদ্ধার করেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেকুর রহমান মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/আরআর-০৫