জামালগঞ্জ প্রতিনিধি
                        মার্চ ০৭, ২০২১
                        
                        ০১:৫২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ০৭, ২০২১
                        
                        ০১:৫২ পূর্বাহ্ন
                             	
                        
            
    হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর আকস্মিক মৃত্যুতে সুনামগঞ্জের জামালগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ মার্চ) দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহান আল আজাদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি মতিউর রহমান, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বায়েজিদ বিন ওয়াহিদ, গণসংযোগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মারজানা আক্তার শিবনা প্রমুখ।
শোকসভায় প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিআর/আরআর-০৬