মাধবপুরে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি


মার্চ ০৩, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন



মাধবপুরে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামের ভারতীয় সীমান্ত শূন্যরেখা থেকে আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সিরাজ আলী (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজ ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সিরাজ আলীর ভাই শাহেদ আলীর অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরে সিরাজ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

এলাকাবাসী ও সিরাজ আলীর পরিবার জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজ আলীকে প্রতিবেশী বাবুল মিয়ার ঘর থেকে ডেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরদিন মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তের ১৯৯১/৩৫ এস পিলারের জয়নগর শূন্যরেখায় সিরাজ আলীর মরদেহ একটি গাছে ঝুলে থাকতে দেখেন বিএসএফ সদস্য ও স্থানীয় কৃষকরা। পরে বিজিবি ও বিএসএফ'র সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

 

এসএম/আরআর-১৫