হবিগঞ্জ প্রতিনিধি
মার্চ ০১, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ চার মেয়রপ্রার্থী জামানত হারিয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট, নাগরিক সমাজের প্রার্থী মো. শামছুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার পেয়েছেন ১৮১ ভোট ও গাজী পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে জিতে মেয়র হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
এসডি/আরআর-০৫