কমলগঞ্জে সাত ঘণ্টা পর যান চলাচল শুরু

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৪, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন



কমলগঞ্জে সাত ঘণ্টা পর যান চলাচল শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর ৩টি পাটাতন খুলে ভানুগাছ-শমশেরনগর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধের প্রায় ৭ ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে যান চলাচল।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নীছড়ার উপরের স্টিলের বেইলি সেতুর ৩টি পাটাতন খুলে যাওয়ার যান চলাচল বন্ধ হলে সড়ক ও জনপথ বিভাগের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে খুলে যাওয়া পাটাতন মেরামত করলে প্রায় ৭ ঘণ্টা পর দুপুর সোয়া ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাতে কোনো ভারী যানবাহন পারাপারের সময় পাটাতন খুলে যাওয়ার এ ঘটনাটি ঘটে। বছরখানেক আগে এ বেইলি সেতুর দু'টি পাটাতন খুলে গিয়েছিল। পরে সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। এলাকাবাসী দাবি করেন, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই দিয়ে সেতু নির্মাণ করা প্রয়োজন।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে বেইলি সেতুর খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে দুপুর সোয়া ১টার দিকে যান চলাচল স্বাভাবিক করেছে। 

 

এসডি/আরআর-০৬