বড়লেখা প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবধর্না দেওয়া হয়েছে। 'অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ' আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রতুলি বাজার সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য ডা. আইনুল ইসলাম।
সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ এফ এইচ এম ইউসুফ আলী, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, দক্ষিণভাগ এনসিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন।
এছাড়া বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, কৃপাময় পাল, মুদরিছ আলী প্রমুখ।
এজে/আরআর-১৩