সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২১
০৮:০৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
চলতি বছরের শুরু থেকে মালিতে ফরাসি বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অন্তত একশ জঙ্গি নিহত হয়েছে। আফ্রিকার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, জানুয়ারি জুড়ে চলমান এ অভিযানে আরও ২০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাহেল মরুভূমি অঞ্চলের বিশাল অংশ ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।
এর মধ্যে ২০১২ সাল থেকে মালির উত্তরাঞ্চলীয় দখল করে রেখেছে একটি জঙ্গি গোষ্ঠী। প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসো পর্যন্ত তাদের সহিংসতা ছড়িয়েছে।
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় মালি সরকারের সহযোগিতায় এগিয়ে এসেছে ফ্রান্স। ইসলামি জঙ্গিদের দমনে ৫ হাজারের বেশি ফরাসি সেনা মোতায়েন করা হয়েছে ওই অঞ্চলে।
বিএ-০৮