সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২১
০৬:৪৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৫, ২০২১
০৬:৪৬ অপরাহ্ন
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে টুইটারে জানিয়েছেন ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট।
তিনি লিখেন, তার উপসর্গ মৃদু এবং ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’।
বিবিসি জানিয়েছে, মেক্সিকোজুড়ে করোনাভাইরাস সংক্রমণের উল্লম্ফনের মধ্যেই দেশটির প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ায় খবর আসলো।
করোনার বৈশ্বিক সংক্রমণে দেশটি ১৩তম হলেও মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে। সাড়ে ১৭ লাখের বেশি সংক্রমণের মধ্যে প্রায় দেড় লাখের মতো মৃত্যু দেখেছে দেশটি।
প্রেসিডেন্ট জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি। এখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।
রাশিয়ার তৈরি টিকা মেক্সিকো এখনো ব্যবহারের অনুমোদন দেয়নি। এদিকে ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে চাইছেন।
বিএ-০৪