ভারতে করোনার টিকা তৈরির সেরাম ইনস্টিটিউটে আগুন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২১, ২০২১
০৬:৫২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২১
০৬:৫২ অপরাহ্ন



ভারতে করোনার টিকা তৈরির সেরাম ইনস্টিটিউটে আগুন

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনাভাইরাসের টিকা আজ সকালেই দেশে এসে পৌঁছেছে। এর মধ্যেই জানা গেল পুনে শহরে অবস্থিত ওই ভ্যাকসিন কারখানাটিতে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে হঠাৎই আগুন লাগে সেরাম ইনস্টিটিউটের একটি অংশে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ভ্যাকসিন।

ভারতের সংবাদমাধ্যম এই সময় আজ বিকেলে জানায়, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনিক ভবন অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ১০টি ইউনিট। আগুন লাগা অংশে এক ব্যক্তি এখনো আটকে আছে বলে খবর পাওয়া গেছে।

বৃহৎ পরিসরের সেরাম ইনস্টিটিউটের একটি অংশে এই আগুন লাগে। কিন্তু সেখান থেকে ভ্যাকসিন তৈরির জায়গা অনেকটাই দূরে। ফলে আগুনের আঁচ ভ্যাকসিন তৈরির জায়গায় পর্যন্ত যায়নি।

এদিকে, আজ সকালে ভারত থেকে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা (কোভিশিল্ড) বাংলাদেশে এসে পৌঁছায়। পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন।

এসময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, উপহার হিসেবে বাংলাদেশকেই সবচেয়ে বেশি পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী হিসেবে অগ্রাধিকার নীতির কারণেই ভারতের পক্ষ থেকে এই ভ্যাকসিন উপহার দেওয়া হয়েছে।

এএফ/০৫