ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৩, ২০২১
০৩:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৩:৫০ পূর্বাহ্ন



ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

ইসরায়েলে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নেওয়া ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকা নেওয়ার কয়েকদিনের মধ্যেই তাদের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির দৈনিক টাইমস অব ইসরায়েল।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১৩ নিউজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলছে, আক্রান্তের এই সংখ্যা আমাদের জানাচ্ছে যে, করোনা সংক্রমণের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে টিকা নেয়ার পর অন্তত এক সপ্তাহ পর্যন্ত সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

ইসরায়েলি এই দৈনিক বলছে, ফাইজার-বায়োএনটেকের টিকা তৈরিতে করোনাভাইরাস ব্যবহার করা হয়নি। এই টিকার মূল উপাদান হলো একটি জেনেটিক কোড। মানব দেহে প্রবেশের পর এই টিকা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা এমনভাবে প্রস্তুত করে যেন সেটি সার্স-কোভ-২ ভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়। 

তবে মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকে বিশেষভাবে প্রস্তুত করে তোলার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ উল্লেখ করে টাইমস অব ইসরায়েল বলছে, ‘গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়ার পর মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ের প্রতিরোধ তৈরি হতে সময় লেগে যায় ৮ থেকে ১০ দিন। এক্ষেত্রে বলা যায়, করোনা প্রতিরোধে টিকার যে ভূমিকা— তার ৫০ শতাংশ কার্যকর হয় প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে।’ 

‘এ কারণেই প্রথম ডোজ নেয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ আবশ্যক হয়। দ্বিতীয় ডোজ নেয়ার ১ সপ্তাহ পর টিকার কার্যকারিতা উন্নীত হয় ৯৫ শতাংশে। অর্থাৎ টিকার পূর্ণ সুফল বা কার্যকারিতা পেতে চাইলে টিকা গ্রহণকারীকে ২৮ দিনের একটি কোর্স বা কার্যধারার মধ্যে দিয়ে যেতে হবে।’

টাইমস অব ইসরায়েল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, গণ-টিকাদান কর্মসূচির আওতায় ইসরায়েলের বিপুল সংখ্যক মানুষ টিকা নিয়েছেন। টিকা গ্রহণের পর তারা মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন এমন সংখ্যা অতি অল্প।

‘এখন পর্যন্ত টিকা গ্রহণের পর এখন পর্যন্ত ৩৯০ জন নাগরিক জানিয়েছেন, তারা মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করেছেন; এগুলো হলো দুর্বলতা, ক্লান্তি এবং জ্বর জ্বর বোধ করা। এছাড়া ২৯৩ জন জানিয়েছেন, টিকা নেয়ার একদিন পর পর্যন্ত তারা বাহুতে ব্যথা বোধ করেছেন।’

সূত্র: রয়টার্স

 

এএফ/০৭