শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস পালিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৯, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস পালিত

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান।

বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জে ডিগ্রী কলেজের প্রভাষক গাজী গোলাম মোস্তফা ও নজিবর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।

এসএইচডি/বিএ-০৪