সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ১৪, ২০২০
                        
                        ০৫:২৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
                        
                        ০৫:২৪ পূর্বাহ্ন
                             	
                        
            
    
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ১-০ গোলে ধরাশায়ী করেছে এভারটন। এ জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সাতে ওঠে এসেছে দলটি। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে চেলসি।
এ নিয়ে ৯ ম্যাচ পর হার দেখলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। ব্লুজরা লিগে শেষ বার হেরেছিল ২০ সেপ্টেম্বর, লিভারপুলের বিপক্ষে। দীর্ঘদিন পর প্রথমবার গুডিসন পার্কে ২ হাজার সমর্থকদের সামনে খেলতে নেমেছিল এভারটন। ম্যাচটি তারা স্মরণীয়ও করে রাখল জয়ে।  
এএন/০৬