সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২০
০৪:০৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৪:০৬ অপরাহ্ন
প্যারিস অলিম্পিক গেমস ২০২৪-এ যে নতুন চারটি খেলা অন্তর্ভুক্ত হচ্ছে, তার মধ্যে রয়েছে ব্রেকড্যান্স। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অনুমোদন দিয়েছে ব্রেকড্যান্সিংসহ সার্ফিং, স্কেটবোর্ডিং ও স্পোর্টস ক্লাইম্বিং-এর অন্তর্ভুক্তিতে, জানিয়েছেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এই পদক্ষেপ এল এমন একটা সময়ে যখন গেমস খেলার কর্মসূচিতে নতুন করে প্রাণ আনতে চাইছে, স্পনসর, সম্প্রচারক ও অল্পবয়সীদের কাছে প্রাসঙ্গিক থাকার জন্য। তাই আম্তর্জাতিক অলিম্পিক কমিটি নতুন আইন করেছে, আয়োজক শহর নতুন গেমসের প্রস্তাব দিতে পারে যা ওই অঞ্চলে জনপ্রিয়।
ব্রেকড্যান্সিং বা ব্রেকিং ১৯৭০এর দশকে আমেরিকায় শুরু হয়। এটা হিপহপ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ফর্ম হিসেবে উঠে এসেছে। ব্রেকড্যান্সিং এখন আমেরিকা ছাড়িয়ে আরও অনেক দূরে ছড়িয়ে পড়েছে। এই খেলাটির সঙ্গে যুক্ত রয়েছে ১ মিলিয়নেরও বেশি মানুষ।
এএন/০৫