সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ২৬, ২০২০
                        
                        ০৬:৩৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ২৬, ২০২০
                        
                        ০৬:৪৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    
পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা। তিগ্রেতে নিজ বাসায় গতকাল হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান এ কিংবদন্তি। আর তার মৃত্যুতে সারা বিশ্বে যেন শোকের মাতম চলছে। অনেকেই যেন মানতে পারছেন না তার চলে যাওয়া। মানতে পারছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোও।
ম্যারাডোনার সঙ্গে সম্পর্কটা সবসময়ই বেশ ভালো ছিল রোনালদোর। এর আগে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সবচেয়ে বড় কথা ম্যারাডোনাকে নিজের অনুপ্রেরণা মেনেই বড় হয়েছেন এ পর্তুগিজ তারকা। এ কিংবদন্তির বিদায়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনিও। অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, 'আপনাকে কখনোই ভোলা যাবে না।'
ফুটবল ঈশ্বরের সঙ্গে তোলা একটি ছবিও আপলোড করেছেন রোনালদো, 'আজ আমি একজন বন্ধুকে বিদায় জানাচ্ছি এবং বিশ্ব চিরন্তন প্রতিভাকে বিদায় জানালো। একজন সর্বকালের সেরা। একজন অতুলনীয় যাদুকর। খুব দ্রুতই চলে গেলেন, আপনার উত্তরাধিকার কখনো মুছে যাবে না। এ শূন্যস্থান যা কখনই পূরণ হবে না। শান্তিতে বিশ্রাম নিন। আপনাকে কখনোই ভোলা যাবে না।'
এএন/০২