সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ২৬, ২০২০
                        
                        ০৬:১৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ২৬, ২০২০
                        
                        ০৬:৪৪ পূর্বাহ্ন
                             	
                        
            
    
বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার কে? ব্রাজিলের পেলে নাকি আর্জেন্টিনার ম্যারাডোনা। দুনিয়াজুড়ে এই বিতর্ক চলেছে যুগ যুগ ধরে। সেই বিতর্কে তারা নিজেরাও সামিল হয়েছেন অনেকবার। তবে এখন সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন একজন। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার বিদায়ে শোকস্তব্ধ তার চেয়ে ২০ বছরের বড় পেলে।
আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ আর নেই খবরটি জানতে পেরে রয়টার্সের কাছে আবেগভরা প্রতিক্রিয়া দিয়েছেন পেলে। পেলে বলেছেন ম্যারাডোনা চলে গেছেন, তার সঙ্গে দেখা করতে আসছেন তিনিও, ‘খুবই শকিং খবর। এমন একজন বন্ধুকে আজ হারিয়ে ফেললাম। আমার ঈশ্বর তার পরিবারকে শক্তি দিন। আমি নিশ্চিত, একদিন আমরা একসঙ্গে আকাশে ফুটবল খেলব।' 
বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। এই ফুটবল জাদুকরকে হাসপাতালে নিয়েও আর বাঁচানো যায়নি। ৬০ বছর বয়েসেই থেমে যান সারা দুনিয়ায় কয়েকপ্রজন্ম জুড়ে রোমাঞ্চ ছড়ানো এই নাম।
এএন/০১