সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ২৬, ২০২০
                        
                        ১২:৩১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ২৬, ২০২০
                        
                        ১২:৩১ পূর্বাহ্ন
                             	
                        
            
    
নেইমারের একমাত্র গোলে লাইপজিগকে হারাল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই দলের আগের সাক্ষাতে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হারে পিএসজি। তবে ফিরতি দেখায় প্রতিশোধ নিল ফরাসি জায়ান্টরা।
মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পার্ক দে প্রিন্সেসে লাইপজিগকে ১-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের একমাত্র গোল আসে ম্যাচের ১১ মিনিটের সময়। ডি-বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। আর সেখান থেকে সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন নেইমার। এই গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে চলমান পাঁচ ম্যাচের গোলখরা কাটালেন নেইমার।
এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থমাস টুখেলের দল। গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের সর্বশেষ ম্যাচেও ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানইউয়ের পয়েন্ট ৯। এদিকে এই ম্যাচ হারলেও পিএসজির সমান ৬ পয়েন্ট লাইপজিগেরও। গোল পার্থক্যে পিছিয়ে তিনে দলটি।
এএন/০৯