বড়লেখা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২০
১০:২৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
১১:০৮ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে পরিবেশ বিপর্যয়ের দায়ে ফখরুল ইসলাম নামের এক ভূমি মালিককে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই উঁচু প্রাকৃতিক টিলা কেটে পাকাঘর নির্মাণ শুরু করেন। ভিন্ন ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে দৃশ্যটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নজরে পড়ে। পাহাড়-টিলা কাটা দেখে পরিবেশ বিনষ্টকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য তিনি পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালককে অনুরোধ করেন।
গত ১৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কেটে ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট পরিবর্তনসহ পরিবেশ বিপর্যয়ের সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, প্রাকৃতিক টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় টিলা কর্তনকারীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ফখরুল ইসলাম নামক টিলা কর্তনকারীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এজে/বিএন-০১/আরআর-০১