কুলাউড়ায় বাঁশ কাটার অভিযোগে একজন আটক

কুলাউড়া প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২০
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৩:২৯ পূর্বাহ্ন



কুলাউড়ায় বাঁশ কাটার অভিযোগে একজন আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লবনছড়া বাঁশমহালের ৪ একর জায়গার বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বাঁশ কাটার সময় স্টেপ (২৫) নামক এক খাসিয়া যুবককে হাতে-নাতে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় আদালতে মামলা (নম্বর- সিআর ৭৭/২০, তারিখ- ১৬/১১/২০) দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নলডরী বিটের আওতাধীন লবনছড়া বাঁশমহালে সোমবার ভোরে ২৫-৩০ জন খাসিয়া মিলে বাঁশ কাটার খবর পেয়ে বন বিভাগ অভিযান চালায়। অভিযান টের পেয়ে অন্য খাসিয়ারা পালিয়ে যেতে সক্ষম হলেও নুনছড়া পানপুঞ্জির করডর খাসিয়ার ছেলে স্টেপ খাসিয়াকে আটক করতে সক্ষম হয় বন বিভাগ। খাসিয়ারা ৪ একর বাঁশমহালের বাঁশ কেটে সাবাড় করেছে বলে জানিয়েছে বন বিভাগ।

নলডরি বিটের বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার বলেন, 'সোমবার সকালে খবর পেয়ে লবনছড়া বাঁশমহালে অভিযান পরিচালনা করি। এ সময় অন্য খাসিয়ারা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই। আদালতে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'

 

জেএইচ/আরআর-০৯