কমলগঞ্জে এসিল্যান্ডের গাড়ি ভাংচুর, আহত ২

কমলগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন



কমলগঞ্জে এসিল্যান্ডের গাড়ি ভাংচুর, আহত ২

মৌলভীবাজার কমলগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অভিযানে দখলকারীদের হামলায় নারী পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছেন। ইট-পাটকেলের আঘাতে ভেঙেছে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির কাঁচ। ভেঙে ফেলা হয়েছে উদ্বোধনের জন্য রাখা ভিত্তিপ্রস্তরের ফলক। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি (নতুনবাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আশ্রায়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ করার লক্ষ্যে রাজকান্দি এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের কাছে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাংচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুইজন ওই জমি দখলে নিয়েছেন।

এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করেন। এ সময় সিতারা বেগম আহত হয়েছেন ও পরে মারা গেছেন বলে গুজব ছড়ালে স্থানীয় কতিপয় লোক উত্তেজিত হয়ে সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে ইট-পাটকেল দিয়ে ঢিল ছুড়ে গাড়ির কাঁচ ভাংচুর করে। এতে কমলগঞ্জ থানার নারী পুলিশ সদস্য সেলিনা হোসেন আহত হন।

পরে পুলিশের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করা হয় এবং সোমবার দুপুরে রাজকান্দি এলাকায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনের জন্য ‘দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ’ প্রকল্পের আওতায় 'আশ্রায়ন-২' প্রকল্পের গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়দের উপস্থিতিতে একই জায়গায় গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ওসি জানান, সরকারি কাজে বাধা, নারী পুলিশ সদস্য আহত ও এসিল্যান্ডের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এসডি/আরআর-০৮