কমলগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কমলগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১০, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন



কমলগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নির্মল চন্দ্র সম্ভ (২৫) নামের এক বখাটে যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক যুবক কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মৃত নৃপেন্দ্র শীলের ছেলে।

আজ সোমবার (৯ নভেম্বর) বেলা ২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

পুলিশ জানায়, সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনা সংলগ্ন মাধবপুর রোডে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী নির্মলকে আটক করে থানায় খবর দেন। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে উত্যক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এসডি/আরআর-০৯