এমবাপে নৈপুণ্যে জিতল পিএসজি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০২, ২০২০
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



এমবাপে নৈপুণ্যে জিতল পিএসজি

ম্যাচে নেইমারের অভাব বুঝতে দেননি কিলিয়ান এমবাপে। প্রথম গোলটির যোগান দিলেন। পেনাল্টি থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দ্বিতীয় গোলটি করলেন এমবাপে নিজেই। নঁতের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এই ফরাসি স্ট্রাইকার হলেন ম্যাচসেরা। লিগে টানা সপ্তম জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল টমাস টুখেলের শিষ্যরা।

শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নঁতের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি। আসরের শিরোপাধারীদের সবগুলো গোলই আসে দ্বিতীয়ার্ধে। এমবাপের পাশাপাশি গোল করেনে দুই স্প্যানিশ ফুটবলার আন্দার হেরেরা ও পাবলো সারাবিয়া।

চোটের কারণে ছিটকে যাওয়া নেইমারকে ছাড়া খেলতে নেমেও গোটা ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। তারা নয়টি সুযোগ তৈরি করে। তাদের নেওয়া ১৩টি শটের চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, স্বাগতিকরা বল দখলে বিস্তর ব্যবধানে পিছিয়ে থাকার পাশাপাশি সুযোগ তৈরিতেও সুবিধা করতে পারেনি। তাদের ছয়টি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

টানা দুই হার দিয়ে লিগ শুরু করা পিএসজির পয়েন্ট নয় ম্যাচে ২১। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিলে। নয় ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রেনেঁ। 

এএন/০৯