সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২০
০৮:৩০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২০
০৮:৩০ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে হুয়েস্কাকে। এই জয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোচ জিনেদিন জিদানের দল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।
চোটের কারণে লা লিগায় রিয়ালের শুরুর ৬ ম্যাচে খেলতে পারেননি হ্যাজার্ড।
বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে বদলি নেমে ২৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। শনিবার মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শুরুর একাদশেই হ্যাজার্ডকে রাখেন কোচ জিদান। ৪০ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন চেলসির সাবেক এই ফুটবলার। পাঁচ মিনিট পর লুকাস ভাসকেসের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভার্দের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০তে। ৭৪ মিনিটে হুয়েস্কার হয়ে এক গোল শোধ করেন ডেভিড ফেরেইরো। আর ৯০ মিনিটে রদ্রিগোর পাসে গোল পান বেনজেমা।
এএন/০৪