শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২০
১০:০৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২০
১১:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার উবাহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম ইভা আক্তার (২)। সে উপজেলার উবাহাটা গ্রামের গাড়িচালক ইকবাল মিয়ার মেয়ে।
জানা যায়, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল শিশু ইভা আক্তার। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ ইভাকে দেখতে না পেয়ে তার মা তাকে খুঁজতে থাকেন। ঘরে-বাইরে কোথাও ইভাকে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে সেখানে তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। তখন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর মো. তাহির মিয়া।
এসডি/আরআর-০১