সিলেট মিরর ডেস্ক
                        অক্টোবর ২৮, ২০২০
                        
                        ১২:২৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ২৮, ২০২০
                        
                        ১২:২৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    ফাইজা হায়দার ছিলেন মিশর জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। এবার মিশরে পেশাদার ক্লাবের প্রথম নারী কোচ হলেন ৩৬ বছর বয়সী ফাইজা। চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 
এ সম্পর্কে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ফাইজা বলেছেন, শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তারা আমার কাছ থেকে সত্যিকার অর্থেই কিছু শিখতে চায়, নিজেদের দক্ষতা বাড়াতে চায়। মিশরের নারী ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র ফাইজাই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কর্তৃক স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন।
ফাইজার মা খোদরা আবডালরাহমান বলেছেন, আমি তাকে ফুটবলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি, কারণ সে ফুটবলকে ভালোবাসে। এরপর আমি তাকে ছেড়ে দিয়েছি ও সৃষ্টিকর্তার কাছে তাকে সহযোগিতা করার প্রার্থনা করেছি। এখন সে পুরো দেশের গর্ব।
এএন/০৭