শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
১০:৪০ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন করার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক মো. নুরুল হক, প্রধান শিক্ষক আলী আজম মাসুমসহ আরও অনেকে। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসডি/বিএন/আরআর-০১