সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২২, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে দুই লেগে হেরে শেষ-১৬ থেকেই বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টারের আগেই বাদ পড়েছিল ২০১৮ সালের চ্যাম্পিয়ন লিভারপুলকে। এবার আবারও নতুন করে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টে আজ রাতে মাঠে নামছে তারা।
প্রথম দিনের মতো এদিনেও ১৬টি দল মোট ৮টি ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে দুটি ম্যাচ মাঠে গড়াবে আর বাকি ছয়টি ম্যাচই শুরু হবে রাত ১টায়। রাত ১০টা ৫৫ মিনিটের দুটি ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-শাখতার দোনেৎস্ক ও সালজবুর্গ-লোকোমটিভ। এছাড়া রাত ১টায় মাঠে নামবে আয়াক্স, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো।
এএন/১০