নবীগঞ্জে ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



নবীগঞ্জে ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নবীগঞ্জ থানা পুলিশের সার্বিক তত্বাবধানে নবীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে নতুন বাজার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিট অফিসার এসআই মহিউদ্দিন রতনের সভাপতিত্বে ও সহকারী বিট অফিসার এএসআই বিকাশ চন্দ্র দেবনাথের সঞ্চালনায় সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনমনু জামে মসজিদের ইমাম মো. মুজ্জামিল হক ও গীতাপাঠ করেন অঞ্জন সূত্রধর।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, সুন্দর আলী, বিট পুলিশ সদস্য ইমদাদুল হক, বিট পুলিশিং কমিটির সদস্য আব্দুল আলীম, নানু মিয়া, মুকিত মিয়া, হাফিজুর রহমান মিলন, বাবুল দাশ, কাজল মিয়া, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাধীন দেশে বাস করেও আজ স্বাধীন নই। স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। আমরা ধর্ষণমুক্ত দেশ চাই। নারী-পুরুষ সবার সমান অধিকার চাই।

 

এএম/আরআর-০৮