সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৬, ২০২০
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি এবং দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আসর কাজিটুলাস্থ মক্তবগলি মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনি, সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, ডিএইচ লিমন, মহানগর যুবলীগ নেতা লিমন জায়গীরদার, সৈয়দ রাজন আহমদ, নাজিম উদ্দিন, রাজু আহমদ, তাজুল ইসলাম, রুজেল ইমাম, নাসির উদ্দিন, শাহীন আহমদ, ফারুক মিয়া, মিনহাজুর রহমান রাহী প্রমুখ।
এএন/০৬