রাজনগর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২০
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১১:৪৩ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে রাজনগর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজনগর বাজারের হাসপাতাল রোডস্থ হাজী ম্যানশনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের সহযোগিতায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নতুন এই ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, রক্ত হরমোন, বায়োকেমিস্ট্রি, সেরোলোজি, মাইক্রোবায়োলোজিসহ হজযাত্রী ও বিদেশযাত্রীদের মেডিকেল চেকআপ করা হবে। প্রতিদিন ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদোজ্জা ভেলাই, সাধারণ সম্পাদক মিলন বখত, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, সালেক আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
এফএইচ/আরআর-০৬