মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ একজন আটক

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন



মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ একজন আটক

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল্লাহ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল্লাহ মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়ার আব্দুর রহিম মুহুরির পুত্র। আজ শুক্রবার (৯ অক্টোবর) তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বৈকুন্ঠপুর চা-বাগানে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল্লাহকে আটক করে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এসএম/আরআর-০৬