মাধবপুর প্রতিনিধি
অক্টোবর ০৬, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে ষষ্ঠী গোয়ালা (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুরমা চা-বাগানের মালডুবা এলাকায় জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে প্রাণ হারায় ষষ্ঠী গোয়ালা। সে সুরমা চা-বাগানের সাধু গোয়ালা'র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা চা-বাগানের অন্ধ শিল্পী সাধু গোয়ালার একমাত্র মেয়ে ষষ্ঠী গোয়ালা দৈনিক হাজিরার ভিত্তিতে স্থানীয় এক টমেটো চাষির জমিতে কাজ করত। প্রতিদিনের ন্যায় সোমবার জমিতে কাজ করতে গেলে বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সে মারা যায়।
এসএম/আরআর-১৩