বিশ্বনাথ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ৩০, ২০২০
                        
                        ০৩:৪৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
                        
                        ০৪:৪৯ পূর্বাহ্ন
                             	
                        
            
    সিলেটের বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও তালাবদ্ধ ঘরে আটকে রাখার অভিযোগে ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। এরপর জরুরি সেবা ৯৯৯ নম্বরে দেয়া কল থেকে তথ্য পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রীকে উদ্ধার করে ও অভিযুক্ত ভাসুরকে গ্রেপ্তার করে থানার নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামের আমির আলীর স্ত্রী আয়েশা বেগম (২৩) বাদী হয়ে হামলাকারী ভাসুর এনাম আহমদকে (৩৫) একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-২৪, তাং- ২৯.০৯.২০)।
মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, বাদীর উপর হামলাকারী তার (বাদী) স্বামীর সৎ ভাই। তারা উভয়ে একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করে আসছেন। পূর্ব থেকেই অভিযুক্ত এনাম আহমদের সঙ্গে বাদীর মনোমালিন্য চলে আসছে। এরই সূত্র ধরে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাদীর ভাসুর এনাম আহমদ মোবাইল ফোনে কথা শুনে রাগান্বিত হয়ে বাদীকে গালিগালাজ করেন। বাদী গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদী রাগান্বিত হয়ে বাদী আয়েশা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে বাদীর শরীরে জখম হয়। একপর্যায়ে বাদী আয়েশা বেগমকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজার তালা লাগিয়ে দেন এনাম আহমদ। এরপর বাদী মোবাইলে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উক্ত বিষয় সম্পর্কে অবহিত করেন। আর ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে বাদীকে উদ্ধার ও হামলাকারী ভাসুরকে গ্রেপ্তার করে থানাইয় নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের ও হামলাকারী এনাম আহমদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা।
এমএ/আরআর-০৮