এমসি কলেজ গণধর্ষণ, তারেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ৩০, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন



এমসি কলেজ গণধর্ষণ, তারেক গ্রেপ্তার

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন,‘আজ সন্ধ্যা সাতটায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সিলেট নেওয়া আসা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিবলী বেগ।

তারেককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলার এজাহারভূক্ত সব আসামিকেই গ্রেপ্তার করা হলো। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে আইনুল ও রাজন নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।

এনএইচ/আরসি-০৭