নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ২৯, ২০২০
                        
                        ০৬:৫০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
                        
                        ০৭:১৪ পূর্বাহ্ন
                             	
                        
            
    
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের সামনে তরুণীকে গণধর্ষণ মামলার আরেক আসামি মাহফুজুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার।
এদিকে এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান, উর্জুন লস্কর ও রবিউল ইসলামকে ৫ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরসি-০১