নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ২৮, ২০২০
                        
                        ০৮:৪৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
                        
                        ০৮:৫৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ মামলার রাজন নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় রাজনকে সহযোগিতা করায় আইনুল নামের আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
র্যাব ও ডিবি সূত্রে জানা যায়, সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার রাজন নামের আরেক আসমিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ রাজন তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন এমন খবরে অভিযান চালানো হয়। পরে রাত ১টার দিকে রাজন ও তার সহযোগি আইনুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিলেট নিয়ে আসা হয়েছে। রাজন ওই মামলার অজ্ঞাত আসামি ছিলেন বলে জানা গেছে।
এনএইচ-০১/এএফ-০১