সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ২৮, ২০২০
                        
                        ০১:৪১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
                        
                        ০২:০৯ পূর্বাহ্ন
                             	
                        
            
    সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রবাসে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক রত্না বসাক। ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সনজয় শর্মার সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের মনি দাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে। বিচারহীনতার সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রতা, ভোগবাদী রাজনীতি নারী ও শিশু নির্যাতনের জন্য দায়ী। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এমসি কলেজে গণধর্ষণের দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না।’ তারা অবিলম্বে সব অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এএফ/১৪