কোম্পানীগঞ্জ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ২৭, ২০২০
                        
                        ০৭:৩৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
                        
                        ০৭:৪২ অপরাহ্ন
                             	
                             সভাপতি আবুল হোসেন সম্পাদক সোহেল রানা
    সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। ২০২০-২০২১ বাকি সেশনের জন্য পুনর্গঠন কমিটির সভাপতি করা হয়েছে আমাদের সময় কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবুল হোসেনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জৈন্তাবার্তা কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহেল রানাকে।
সংগঠনে বিশৃংখলা সৃষ্টি, স্বার্থ ও ঐক্য বিরোধী এবং বিধি বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড ও গুরুতর অপরাধমূলক মামলায় জড়িত থাকার কারণে প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ এর ‘ক’ এবং ১১-এর ‘ক’.‘খ’ এবং ‘ঘ’ ধারা বলে প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পূর্ণগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, সহ-সভাপতি মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক , কোষাধ্যক্ষ সাইফুর রহমান, পাঠাগার সম্পাদক মিসবাউল করিম রফিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আমিরুল হক, অফিস সম্পাদক জুয়েল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ। কার্যকরী কমিটির সদস্যরা হলেন যথাক্রমে ইকবাল হোসাইন, মীর আল-মমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ।
এছাড়াও ১০জনকে সাধারণ সদস্য হিসাবে অন্তভূক্ত করা হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, উমর আলী, আব্দুল হান্নান নয়ন, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, ইউসুফ আলী, সোহাগ আহমদ, মোস্তাক আহমদ রনি ও জাহিদ হাসান।
কমিটি পূর্ণগঠন ঘোষণাকালে প্রেসক্লাব সভাপতি বলেন, ‘কতিপয় বহিস্কৃতরা সংগঠনের নামে নানা অপতৎপরতা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আর্থিক লেন-দেন এবং অবৈধ ফায়দা হাসিল করতে সংগঠন বিরুধী নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোন সম্পর্ক নেই। সে মর্মে সকল মহলকে অবহতি করা হয়েছে।’
এমকেএ/এএফ-০৪