গোলাপগঞ্জ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৬:২৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৬:২৬ অপরাহ্ন
                             	
                        
            
    সিলেটের গোলাপগঞ্জের শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম।
এসময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের বিট অফিসার কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হোসাইন
সহ শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এফএম/বিএ-১০