নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৬:১৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৬:১৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    করোনামুক্ত হয়ে নগর ভবনের দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার সকালে কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় তাঁর সুস্থতা ও রোগমুক্তি কামনায় যারা দোয়া প্রার্থনা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সিসিক মেয়র। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ যারা এখনও চিকিৎসাধীন আছেন তাদের দ্রæত সুস্থতা কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গত মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে।
বিএ-০২