সিলেট সিভিল সার্জন কার্যালয় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২১, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন



সিলেট সিভিল সার্জন কার্যালয় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সিলেট সিভিল সার্জন কার্যালয় মসজিদের মুয়াজ্জিন সুলতান আহমদের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সোয়া ১টার দিকে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

জানা গেছে, জোহরের আজানের পর হঠাৎ অসুস্থ হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে রাস্তায় পড়ে যান সুলতান আহমদ। আশেপাশে থাকা কেউ এ সময় তার সহায়তায় এগিয়ে আসেননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে সিভিল সার্জন অফিসের নিরাপত্তাকর্মী সুশীল মোহন্ত কয়েকজনের সহায়তা নিয়ে সুলতান আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ওার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎস। 

প্রায় ২০ বছর ধরে সিভিল সার্জন কার্যালয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা সুলতান আহমদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। তিনি সিভিল সার্জন কার্যালয়ের কোয়ার্টারে থাকতেন। পরিবারের সদস্যরা থাকেন নেত্রকোনায়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ‘মুয়াজ্জিন সুলতান আহমদের উচ্চ রক্তচাপ ছিল। হঠাৎ করেই রাস্তায় পড়ে তার মৃত্যু হয়। রবিবার রাতেই তার লাশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাঠানো হয়েছে।’

বিএ-০৩