সিলেটে আক্রান্ত ১২২৭৯, মৃত্যু ২১১

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২০, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত ১২২৭৯, মৃত্যু ২১১

সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জে ১ এবং হবিগঞ্জ জেলায় ১ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৬১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৯৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৬৩ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২১১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৯ হাজার ৮৫৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ১২৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৯৮২ জন, হবিগঞ্জের ১ হাজার ২৫৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৯ জনকে।

করোনা আক্রান্ত ১০৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১৫ জন এবং মৌলভীবাজারে ১৪ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।'

বিএ-১৩